জেনে নিন বিশ্বের দীর্ঘতম ১০ ফ্লাইট

Singapore (SIA) 787-9 Artwork K63699

 

অনলাইন ডেস্ক:

সিঙ্গাপুর এয়ারলাইনস গেল বছর থেকে নিউ ইয়র্কে ১৮ ঘণ্টা ২৫ মিনিটের বিরতিহীন দীর্ঘ ফ্লাইট চালু করে। এই ফ্লাইট বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইট।

পৃথিবীতে প্রতিদিন ২০ হাজার উড়োজাহাজ যাতায়াত করে। এর মধ্যে দীর্ঘতম ফ্লাইট আছে মাত্র ১০টি।

জেনে নিন বিশ্বের দীর্ঘতম ১০ রুটের ফ্লাইট।

১. সিঙ্গাপুর থেকে নিউ ইয়র্ক। (সিঙ্গাপুর এয়ারলাইনস, দূরত্ব: ১৫ হাজার ৩৪৪ কিলোমিটার, ব্যাপ্তি: ১৮ ঘণ্টা ২৫ মিনিট)

২. অকল্যান্ড থেকে দোহা। (কাতার এয়ারওয়েজ, দূরত্ব: ১৪ হাজার ৫৩৫ কিলোমিটার, ব্যাপ্তি: ১৭ ঘণ্টা ৪০ মিনিট)।

৩. পার্থ থেকে লন্ডন। (কানটাস, দূরত্ব: ১৪ হাজার ৪৪৯ কিলোমিটার, ব্যাপ্তি: ১৭ ঘণ্টা ২০ মিনিট)

৪. অকল্যান্ড থেকে দুবাই। (এমিরেটস, দূরত্ব: ১৪ হাজার ২০০ কিলোমিটার, ব্যাপ্তি: ১৭ ঘণ্টা ২০ মিনিট)

৫. লস অ্যাঞ্জেলেস থেকে সিঙ্গাপুর। (ইউনাইটেড এয়ারলাইনস, দূরত্ব: ১৪ হাজার ১১৩ কিলোমিটার, ব্যাপ্তি: ১৭ ঘণ্টা ১৫ মিনিট)

৬. হাউস্টন থেকে সিডনি। (ইউনাইটেড এয়ারলাইনস, দূরত্ব: ১৩ হাজার ৮৩৪ কিলোমিটার, ব্যাপ্তি: ১৭ ঘণ্টা ২০ মিনিট)

৭. ডালাস থেকে সিডনি। (কানটাস, দূরত্ব: ১৩ হাজার ৮০৪ কিলোমিটার, ব্যাপ্তি: ১৭ ঘণ্টা ১৫ মিনিট)

৮. সান ফ্রান্সিসকো থেকে সিঙ্গাপুর। (ইউনাইটেড এয়ারলাইনস, দূরত্ব: ১৩ হাজার ৫৯৩ কিলোমিটার, ব্যাপ্তি: ১৬ ঘণ্টা ৩৫ মিনিট) ৯. জোহানেসবার্গ থেকে আটলান্টা। (ডেল্টা এয়ার লাইনস, দূরত্ব: ১৩ হাজার ৫৮১ কিলোমিটার, ব্যাপ্তি: ১৬ ঘণ্টা ২৭ মিনিট)

১০. আবুধাবি থেকে লস অ্যাঞ্জেলেস। (ইতিহাদ এয়ারওয়েজ, দূরত্ব: ১৩ হাজার

সূত্র: বিবিসি রিসার্চ