১৬ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জুড়ীর জায়ফরনগর ইউপি আ.লীগের কাউন্সিল

 

সংবাদদাতা, জুড়ী:

দীর্ঘ ১৬ বছর পর মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে আগামী ১ সেপ্টেম্বর। ওইদিন স্থানীয় নজরুল ব্যানকোয়েট হলে এ কাউন্সিল অনুষ্ঠিত হব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বন, পরিবেশ, ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী এবং মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহাব উদ্দিন এমপি।

সোমবার সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। তার আগে থেকেই ইউনিয়ন কমিটির সম্ভাব্য সভাপতি, সম্পাদক পদ প্রার্থীরা নেমে পড়েন প্রচারণায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পাশাপাশি কাউন্সিলরদের বাড়ি বাড়ি গিয়েও চলছে প্রচারণা। সভাপতি পদে সম্ভাব্য প্রার্থীর মধ্যে বর্তমান সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, জাকির আহমদ কালা ও আব্দুর রাজ্জাক রজাকের নাম শোনা যাচ্ছে। সাধারণ সম্পাদক পদে আব্দুল কাদির দ্বারা, আব্দুল লতিফ, মিজানুর রহমান খোকন, জামাল উদ্দিন, জায়েদ আনোয়ার চৌধুরী, গোলাম রব্বানী চৌধুরী জাহাঙ্গীর, আবুল হোসেন লিটন এর নাম শোনা যাচ্ছে। এ সম্মেলনকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের ঝিমিয়ে পড়া নেতাকর্মী ও সমর্থকদের মাঝে চাঙ্গা ভাব বিরাজ করছে।