বড়লেখায় গরু চুরির অভিযোগে আটক ৩

 

সংবাদদাতা, মৌলভীবাজার:

মৌলভীবাজারের বড়লেখায় গরু চুরি মামলায় তিন চোরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার দুপুরে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা হলেন-উত্তর শাহবাজপুর ইউপির ভট্টশ্রী মুগরিয়া বাড়ি এলাকার রানু মিয়া (৩৮) ও জয়নাল উদ্দিন (৪৫) এবং ভবানীপুর গ্রামের ছায়াদ আলী (৪০)।

বড়লেখার শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন রোববার বিষয়টি নিশ্চিত করে বলেন, গরু চুরির ঘটনায় মুগরিয়াবাড়ী এলাকার গৃহবধু জেসমিন বেগম গত শনিবার চারজনের নামে থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।এই মামলার আরেক আসামি আলাউদ্দিন আলাইকে গতকাল মদসহ গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।