জ্বালানি ‘চুরি’ করতে গিয়ে প্রাণ হারালো ৫৭ জন

 

অনলাইন ডেস্ক

আফ্রিকার দেশ তানজানিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৫৭ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই জ্বালানি চুরি করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এছাড়া জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে আহত হয়েছে আরো ৬৫ জন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টিবিসি তাইফা এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দেশটির মরোগোরো শহরে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার সকালে জ্বালানি ট্যাংকারবাহী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এরপর স্থানীয় লোকজন ওই ট্যাংকারের জ্বালানি ‘চুরি’ করতে আসে। এরপরই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী একজন রয়টার্সকে বলেন, পরিস্থিতি খুবই খারাপ। অনেক লোক মারা গেছে। যারা জ্বালানি চুরি করতে আসেনি তাদেরও অনেকে এই বিস্ফোরণে মারা গেছে, কেননা জায়গাটি জনবহুল।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, লোকজন দগ্ধ হয়ে রাস্তায় পড়ে আছে। এছাড়া ফুটেছে আরো দেখা যায়, বিস্ফোরণের আগে বহু লোক ওই জ্বালানি ট্যাংকার থেকে ক্যানে করে জ্বালানি সংগ্রহ করছে।