মৌলভীবাজারে কলেজ এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

 

সংবাদদাতা, মৌলভীবাজার :

মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আলহাজ্ব মো. মখলিছুর রহমান ডিগ্রি কলেজকে এমপিওভুক্ত করার দাবিতে মানববন্ধন, পথসভা ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছেন সংশ্লিষ্টরা।

বুধবার সকালে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বডির সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এমপিওভুক্তির দাবি দাওয়া সম্বলিত নানা প্লেকার্ড হাতে নিয়ে মানববন্ধন ও পথসভায় অংশ নেন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সমাজকর্মী মিরাজ চৌধুরীর পরিচালনায় ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে পথসভা হয়।

পথসভায় বক্তব্য রাখেন- সাংবাদিক মু. ইমাদ উদ দীন, বোরহান উদ্দিন সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, কলেজের প্রভাষক আব্দুলাহ আল ফারুক, এখলাছুর রহমান, নিরুপম দে, অর্ধেন্দু বিকাশ দে, কাকলী ভট্টাচার্য্য, অভিভাবক মো. এরশাদ আলী, আব্দুস শুকুর, কলেজ শিক্ষার্থী নিবাস দাস, স্বার্ণা দেব, জুলিয়া বেগম প্রমুখ।

মানববন্ধন ও পথসভা শেষে জেলা প্রশাসক নাজিয়া শিরিনের কাছে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গভর্নিং বডির সদস্যরা।