ডেঙ্গু, গুজব, মাদক ও জঙ্গিবাদ নির্মূল করাই আমার প্রথম কাজ: ওসি কানাইঘাট

 

নিজস্ব প্রতিবেদক:

কানাইঘাটের নবাগত অফিসার ইন চার্জ শামছুদ্দোহা পিপিএম অপরাধীদের বিরুদ্ধে রেড সিগন্যাল দিয়েছেন। তিনি বলেছেন অপরাধী যত বড় শক্তিশালী হোক না কেন তাকে কোনোভাবে ছাড় দেয়া হবে না। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যা করতে হবে এখানকার পুলিশ তাই করবে।

তিনি কানাইঘাট থানায় যোগদান করেই তার কঠোর মনোভাবের কথা জানিয়েছেন। তিনি বলেছে, এই থানায় আমার প্রথম কাজ হবে জঙ্গিবাদ নির্মূল। সন্ত্রাসী কর্মকান্ড চিরতরে উচ্ছেদ করা। প্রাকৃতিক সম্পদকে যাতে কেউ নিজ স্বার্থে ব্যবহার করে এলাকার পরিবেশ নষ্ট করতে না পারে সে ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। প্রাকৃতিক সম্পদ নষ্ট করতে যারা নিয়মিত অনৈতিক ফায়দা হাসিল করে তাদের তালিকা তৈরি করা হবে। ব্যবস্থা নেওয়া হবে আইনি। অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করে দেওয়া হবে। নেপথ্যে চামচাদেরও আইনের আওতায় আনা হবে।

ওসি বলেন, এলাকায় চুরি, ডাকাতি, মাদক ব্যবসা, রাহাজানি, সন্ত্রাসী কর্মকান্ড যারাই পরিচালনা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওইসব অপরাধীদের দালালরাও পার পাবে না কোনো অবস্থায়। চোরাচালানীদের কঠোরভাবে আইনের আওয়তায় আনা হবে।

তিনি বলেন, কানাইঘাট হবে শান্তির জনপদ। নিরিহ মানুষের সহায় সম্পদ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে। নিরিহ মানুষের পকেটের টাকা যাতে কেউ হাতিয়ে নিতে না পারে সেজন্যও নেওয়া হবে কঠোর পদক্ষেপ। সাইনবোর্ড ব্যবহার করে দালাল গোষ্ঠির ফায়দা হাসিলের দিন শেষ। পুলিশ সাধারণ মানুষের বন্ধু আর অপরাধীর জন্য জম তা প্রমাণ করবে কানাইঘাট থানা পুলিশ।

তিনি বলেন, এই এলাকার মানুষ অত্যন্ত ভাল। যোগদানের পরপরই তারা আমাকে সাদরে গ্রহণ করেছেন। সাধারণ মানুষ তাদের চাওয়া পাওয়ার কথা বলেছেন। কিন্তু টাউট, বাটপার আর অপরাধীরা পুলিশের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। তাদের ওই অপপ্রচার সাময়িক। এসব দালাল ও অপরাধীদের তালিকা হচ্ছে। তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

ডেঙ্গু, গুজব, মাদক ও জঙ্গিবাদ নির্মূল করা হবে আমার এই মূহুর্তের আবশ্যিক কাজ। এই কাজ করতে কানাইঘাট পুলিশ সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। এই জন্য তিনি কানাইঘাটবাসীর সহযোগিতা কামনা করেছেন।

শামছুদ্দোহা পিপিএম ২ আগস্ট কানাইঘাট থানায় যোগদান করেন। ওইদিন রাতেই বিদায়ী ওসি আবদুল আহাদ ও নবাগত ওসি শামছুদ্দোহার পালাবদল হয়। এই অনুষ্ঠানে কানাইঘটের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

পালাবদল অনুষ্ঠানের পর আজ ৬ আগস্ট ওসি শামছুদ্দোহা খোলামেলাভাবে কঠোর মনোভাবের কথা বলেন সিলবাংলা২৪ডটকমের কাছে।