কুলাউড়ায় প্রয়াত মহতোছিন আলী চৌধুরীর ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

admin
প্রকাশিত আগস্ট ৪, ২০১৯
কুলাউড়ায় প্রয়াত মহতোছিন আলী চৌধুরীর ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

 

সংবাদদাতা, কুলাউড়া :

কুলাউড়ার অন্যতম বিদ্যাপিঠ মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী প্রয়াত মহতোছিন আলী চৌধুরীর ২৪তম মৃত্যুবার্ষিকী পা‌লিত হ‌য়ে‌ছে।

শ‌নিবার (৩ আগস্ট) দুপু‌রে এ উপলক্ষে উপজেলার কাদিপুর ইউনিয়নে অবস্থিত মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও বার্ষিক মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রয়াত মহতোছিন আলী চৌধুরী ইস্ট কোস্ট গ্রুপ ও প্রাইম ব্যাংকের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আজম জে. চৌধুরী এবং শিল্পপতি প্রয়াত কুতুবুল আলম চৌধুরী (আলমগীর চৌধুরী) ও লাইলাক কমিউনিকেশনের চেয়ারপার্সন সেলিনা চৌধুরীর পিতা।

প্রধান শিক্ষক ফয়জুর রহমানের সঞ্চালনায় প্রতিষ্ঠাতা মরহুম মহতোছিন আলী চৌধুরীর জীবন ও কর্ম সম্পর্কে আলোচনায় অংশ নেন কাদিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ছালাম, প্রবীণ সাংবাদিক সুশীল সেনগুপ্ত, প্রাইম ব্যাংক লিমিটেড কুলাউড়া শাখার ব্যবস্থাপক আবুল ফাত্তাহ, সাপ্তাহিক মানব ঠিকানার বার্তা সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ ও বিদ্যালয় উন্নয়ন কমিটির আহবায়ক নিয়াজুল ইসলাম, এস এম সির সদস্য আব্দুল মজিদ প্রমূখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি মোক্তাদির হোসেন, নিউ নেশন পত্রিকার প্রতিনিধি এম মছব্বির আলী ও কালের কণ্ঠের প্রতিনিধি মাহফুজ শাকিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষক অভিভাবকবৃন্দ।

আলোচনার শেষে ক্বেরাত ও গজল প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। পরে মিলাদ পাঠ করেন মনসুর মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো. জালাল আহমদ খাঁন ও দোয়া পরিচালনা করেন হিঙ্গাজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল মুন্তাকিম।