ডেঙ্গু নেই জুড়ীতে

 

সংবাদদাতা, জুড়ী:

মৌলভীবাজারের জুড়ীতে কোন ডেঙ্গু রোগী নেই। তবে সচেতনতার জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। রবিবার ও সোমবার সারাদিন মাইকিং, লিফলেট বিতরণ এবং সোমবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক পথ সভা করা হয়েছে।

জুড়ী উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বলেন, জুড়ীতে কোন ডেঙ্গু রোগী নেই। এপর্যন্ত সন্দেহজনক বেশ কয়েক জনকে পরীক্ষা নিরীক্ষা করা হলেও ডেঙ্গুর লক্ষণ পাওয়া যায় নি। তবে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মাইকিং, লিফলেট বিতরণ ও পথ সভাসহ বিভিন্ন প্রচারণা চালানো হয়েছে। বাড়ীর চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখা, ফুলের টব, প্লাস্টিকের বোতল, ডাব-নারকেলের খোসা, খোলা জায়গায় পানি জমতে না দেয়া, জমে থাকা পানি প্রতিদিন পরিস্কার করা, মশারী ও জানালায় নেট ব্যবহার করা, জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া এবং কোন গুজবে কান না দেয়া ইত্যাদি বিষয়ে সর্বসাধারণকে অবহিত করা হয়।