জুড়ীতে পিটিয়ে একজনকে হত্যা

 

সংবাদদাতা, জুড়ী:

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের কাপনাপাহাড় চা বাগানে গরুর ধান খাওয়া নিয়ে সংঘর্ষে অর্জুন ভর (৬৫) নামে একজনকে পিটিয়ে হত্যা করার খবর পাওয়া গেছে।

বুধবার (৩১জুলাই) সকাল ৭টায় কাপনাপাহাড় চা বাগানের খাসকিতা গ্রামে এই ঘটনাটি ঘটে। এ হত্যার দায়ে স্থানীয়রা স্বপন ভর (৪৫) ও বিশ্বজিৎ ভর (২৫) নামে পিতা পুত্রকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ঘটনাটি পিতা-পুত্র মিলে অর্জুন ভর (৬৫) নামে একজনকে পিটিয়ে হত্যা করে বলে জানা যায়।

জানা যায়, গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে চা শ্রমিক অর্জুন ভর ও চা শ্রমিক স্বপন ভর (৪৫) সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে স্বপন ভরের পুত্র বিশ্বজিৎ ভর (২৫) লাঠি দিয়ে অর্জুনকে কয়েকটি আঘাত করে। এতে ঘটনাস্থলেই অর্জুন ভর মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং স্থানীয় জনতা স্বপন ভর ও বিশ্বজিৎ ভরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।