জুড়ীর সাজাপ্রাপ্ত আসামি সিলেটে গ্রেপ্তার

 

সংবাদদাতা, জুড়ী:

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি শিশু মিয়া (৫৫) কে সিলেটে বাগবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুলাই) রাত ৯টায় তাকে আটক করেন জুড়ী থানার এএসআই ফরহাদ আহমদ ও কনস্টেবল ইমরান হোসেন।

জুড়ী উপজেলার পূর্ব বেলাঁগাও গ্রামের প্রয়াত রজব আলীর ছেলে শিশু মিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি শিশু মিয়া অনেক দিন ধরে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে কুলাউড়া থানা ও জুড়ী থানায়ও মামলা রয়েছে।

জুড়ী থানার এএসআই ফরহাদ আহমদ জানান, জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার নির্দেশনায় তাকে আটক করেছি। তার বিরুদ্ধে মামলা রয়েছে। অনেক দিন থেকে সে পলাতক ছিল।

গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।