মৌলভীবাজারে ৫শ কেজি পলিথিন জব্দ

 

সংবাদদাতা, মৌলভীবাজার :

মৌলভীবাজারের পশ্চিমবাজারে অভিযান চালিয়ে ৫শত কেজি পলিথিন জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন সহযোগিতায় পলিথিন বিরোধী একটি অভিযান পরিচালনা করা হয়।

শহরের পশ্চিম বাজারের মেসার্স আল আমিন স্টোর সরকারের নিষিদ্ধ পলিথিন মজুদ ও বাজারজাত করে আসছিল। যা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ (ক) লংঘন করে।

পরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও প্রায় ৫০০ কেজি পলিথিন জব্দ করা হয়।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর মৗলভীবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মো. ফখর উদ্দিন চৌধুরী। তিনি বিষয়টি নিশ্চিত করে জানান পলিথিন বিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতে চলমান থাকবে।