গুজব প্রতিরোধে মা মনি কিন্ডার গার্টেনে পুলিশের ক্যাম্পেইন

 

নিজস্ব প্রতিবেদক:

‘ছেলেধরা গুজবে কান দিবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এসএমপি পুলিশের একটি উচ্চ পর্যায়ের টিম বুধবার শাহপরান এলাকার বিভিন্ন স্কুল কলেজে ক্যাম্পেইন করেছেন। এই টিমে নেতৃত্ব দেন এসএমপি পুলিশের উপ পুলিশ কমিশনার আবদুল ওয়াহাব।

উপ পুলিশ কমিশনার আবদুল ওয়াহাব প্রতিটি স্কুল কলেজে গিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

সকাল সাড়ে ১০ টায় তিনি শাহপরান এলাকার মা মনি কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের সমাবেশে বক্তব্য রাখেন।

এসময় আবদুল ওয়াহাব বলেন, ছেলে ধরা বলতে কিছু নেই। এটা স্রেফ গুজব। এই গুজবে কোনো ধরনের কান না দেওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অপরিচিত কোনো লোককে সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে পুলিশ প্রশাসনকে খবর দিতে হবে। অথবা ৯৯৯ কল দিয়ে জানানোর আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা সাংবাদিক মুজিবুর রহমান ডালিম, ভাইস প্রিন্সিপাল মো. শওকত আলী, সহকারী শিক্ষক গোলজার আহমদ, আবদুল আলী, সহকারী শিক্ষিকা নাহিদা আক্তার রুমি, রিপি আক্তার মিতু প্রমুখ।