দুর্নীতির সাথে আপস নয় : মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার

 

সংবাদদাতা, মৌলভীবাজার :

মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার ফারুক আহমদ দুর্নীতির ব্যাপারে তিনি শতভাগ বিশুদ্ধ বলে ‘ওপেন চ্যালেঞ্জ’ জানিয়েছেন।

ফারুক আহমদ (পিপিএম) বলেছেন, ‘মৌলভীবাজারে দায়িত্ব পালনকালে আমি প্রতিটা মুহুর্ত, প্রতিটা সেকেন্ড চেষ্টা করবো কিভাবে জেলার আইনশৃঙ্খলা রক্ষা করা যায়, পুলিশকে কিভাবে আরোও জনবান্ধব করা যায়। আমি আমার ১৬ বছরের চাকরি জীবনে কখনও দুর্নীতির সাথে আপোস করিনি। এখনও করবো না। এ ব্যাপারে আমি শতভাগ বিশুদ্ধ। আপনারা বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে দেখবেন। এটা আমি ওপেন চ্যালেঞ্জ করছি।’

আজ মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় তিনি সাতটি বিষয় তুলে ধরে এগুলো নিয়ে গুরুত্বের সাথে কাজ করার প্রতিশ্রুতি দেন।

ফারুক আহমদ বলেন, ‘আমার মৌলভীবাজার জেলা পুলিশের মাধ্যমে যাতে সাধারণ মানুষের কেউ হয়রানি না হয়। কথায় আছে, যে কারো উপকার করতে না পারি অন্তত ক্ষতি যেন না করি। এই জেলায় পুলিশের মাধ্যমে কোন হয়রানি হবে না।’

দ্বিতীয়ত, নারী ও শিশু নির্যাতন বন্ধের জন্য তিনি পদক্ষেপ নিবেন বলে আশ্বস্ত করেন। তৃতীয়ত তিনি বলেন, ‘স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সচেতন করতে আমরা কাজ করবো। অনেকেই আছে আইন জানে না। অনেকেই আছে না জেনে ভুল করে ফেলে। শিক্ষার্থীদের যেসব আইন জানা প্রয়োজন আমরা তাদের সেই বিষয়ে অবহিত করবো।’

চতুর্থত পুলিশ সুপার বলেন, ‘এই জেলা হচ্ছে প্রবাসী অধ্যুষিত। প্রবাসীদের নিরাপত্তা নিয়ে বিট পুলিশিং বেগবান করা হবে। প্রয়োজনে পুলিশ প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিবে। পুলিশ যদি যুক্ত হয় তাহলে লোকজন নিজেকে শক্তিশালী মনে করবেন।’

এসপি ফারুক আহমদ বলেন, ‘মাদক নিয়ে আমাদের যে চলমান কাজ আছে সেটাও বেগবান করবো। প্রধানমন্ত্রী এ বিষয়ে জিরো টলারেন্সের নির্দেশ দিয়েছেন। আমরাও মাদকের বিষয়ে কোন প্রকার ছাড় দিব না। কিভাবে পরিস্থিতি আরো ভাল করা যায় সেটা দেখবো।’

পুলিশ সুপার বলেন, ‘মানুষ থানায় গিয়ে যদি সন্তুষ্ট হয়, তাহলে আর এসপির কাছে আসে না। সব থানার ওসিদের নিয়ে বসেছি। একটা একটা করে আমার কাজ করবো। পরিবর্তনের চেষ্টা করবো। থানাগুলো আরোও জনবান্ধব হবে।’

এসময় সভায় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ আনোয়ারুল হক, ডিএসবি মোহাম্মদ সরোয়ার আলম, সদর সার্কেল মো. রাশেদুল ইসলাম প্রমুখ।