মুম্বাইয়ে বন্যার পানিতে আটকা ট্রেন, নিরাপদে ৭০০ যাত্রী

 

অনলাইন ডেস্ক

শুক্রবার রাতে প্রবল বর্ষণে মুম্বাইতে দেখা দিয়েছে বন্যা। পানি এতোটাই বেড়ে যায় যে, ৭০০ যাত্রী নিয়ে আটকা পড়ে মহালক্ষ্মী এক্সপ্রেস ট্রেন। স্থানীয় বদলাপুর ও ওয়াঙ্গনির মধ্যে একটি জায়গায় ট্রেনটি আটকা পড়ে। লোকালয়হীন ওই জায়গাটিতে শেষ পর্যন্ত রেল পুলিশ, মুম্বাই পুলিশ ও পিবর্যয় মোকাবেলা বাহিনী উদ্ধার অভিযান চালায়। কপ্টার ও নৌকা দিয়ে সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, মহালক্ষ্মী এক্সপ্রেস থমকে যাওয়ায় ওই লাইনে পর পর সার দিয়ে দাঁড়িয়ে যায় এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন। ফলে আশপাশে ১২/১৪ ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। স্থানীয় রেলওয়ে জানিয়েছে, অম্বরনাথ, বদলাপুর ও ভাঙ্গানির মধ্যে উল্লাস নদীতে জলোচ্ছ্বাসের ফলে কিছু এলাকায় ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে।

ইতোমধ্যেই বাতিল হয়ে গিয়েছে ১১টি বিমানের ফ্লাইট। যেসব বিমান মুম্বাইয়ে নামার কথা ছিল, সেগুলোর পথ বদলে দেওয়া হয়েছে। প্রবল বর্ষণে স্থানীয় অনেক মানুষ ঘরবন্দি হয়ে পড়েছেন। ভীষণ জলাবদ্ধতা দেখা দিয়েছে। যানজটে থমকে গেছে গোটা মুম্বাই শহর।