নবম ওয়েজবোর্ডের সুপারিশের রিপোর্ট চূড়ান্ত করেছে মন্ত্রিসভা: ওবায়দুল কাদের

 

অনলাইন ডেস্ক:

সংবাদপত্রের জন্য নবম ওয়েজবোর্ডের সুপারিশের রিপোর্ট চূড়ান্ত করেছে মন্ত্রিসভা কমিটি এবং প্রধানমন্ত্রী দেশে ফিরলে অনুমোদনের জন্য সেটি মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে বলে জানিয়েছেন ওয়েজবোর্ড সংক্রান্ত মন্ত্রিসভার সভাপতি, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ওয়েজবোর্ড কমিটির সভা শেষে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ওয়েজবোর্ডের সুপারিশের রিপোর্ট মন্ত্রিসভায় পাসের পর তা গেজেট আকারে প্রকাশ হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, নবম ওয়েজবোর্ডে ইলেক্ট্রনিক মিডিয়া অন্তর্ভুক্ত হবে না। গণমাধ্যমকর্মী আইন চূড়ান্ত হলে ইলেক্ট্রনিক মিডিয়া ওয়েজবোর্ডের আওতায় আসবে।