কাশ্মীর ইস্যুতে মোদির বিবৃতি চেয়ে জোট বিরোধীদের

 

অনলাইন ডেস্ক

কাশ্মীর প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বিবৃতি চেয়ে জোট বেধেছে দেশটির বিরোধীরা। একজোট হওয়া বিরোধী নেতাদের বক্তব্য, মোদিকে অবিশ্বাস কেউ করছেন না। কিন্তু ট্রাম্প তো সরাসরি মোদির সঙ্গে কথোপকথন উদ্ধৃত করেছেন। তা হলে স্বয়ং মোদি কেন জবাব দিতে আসছেন না?

দেশটির রাজনৈতিক দল বিজেডি, জেডিএস ছাড়া কাশ্মীর ইস্যুতে বাকি বিরোধী জোট বেঁধেছে। তাদের বক্তব্য, কাশ্মীরের মতো স্পর্শকাতর বিষয় যেমন এতে জড়িত, তেমনই প্রধানমন্ত্রীর সংসদকে উপেক্ষা করারও এটি জ্বলন্ত দৃষ্টান্ত।

ট্রাম্প-ইমরান কথোপকথনের লিখিত বক্তব্য হাতে নিয়ে গতকাল সংসদে আসেন কংগ্রেসের সোনিয়া গান্ধী। দলের নেতাদের নির্দেশ দেন বিষয়টি নিয়ে সরব হতে।

কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এক টুইট বার্তায় বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে বলেছেন প্রধানমন্ত্রী মোদিই। যদি সত্যি হয়, তা হলে মোদি ভারত ও ১৯৭২ সালের শিমলা চুক্তির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। দুর্বল পররাষ্ট্র মন্ত্রণালয় (ট্রাম্পের বক্তব্য) খারিজ করলে কিছু হবে না। প্রধানমন্ত্রীকেই গোটা দেশকে জানাতে হবে, বৈঠকে কী কথা হয়েছিল।’

এছাড়া কংগ্রেসের আজাদ, অধীর চৌধুরী, মণীশ তিওয়ারি, তৃণমূলের সৌগত রায়দের বক্তব্য, নেহরুর জমানা থেকে মনমোহন সিংহ পর্যন্ত কোনও প্রধানমন্ত্রী বিদেশে গেলে ফিরে এসে সংসদকে সবিস্তার জানাতেন। কিন্তু মোদি সে প্রথা তুলে দিয়েছেন। অথচ সব থেকে বেশি বিদেশ ভ্রমণ তিনিই করেন।

গত সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এক বৈঠক করেন।

জানা যায়, ইমরান খানের সঙ্গে বৈঠককালে ট্রাম্প বলেন, আমেরিকা ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক স্বাভাবিক করতে আমেরিকা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প এও দাবি করেন , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীরের বিষয়ে সাহায্যের জন্য তাঁকে অনুরোধ করেছেন এবং যদি ভারত-পাকিস্তান চায়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এ বিষয়ে মধ্যস্থতা করতে প্রস্তুত।

ট্রাম্পের এমন মন্তব্য নিয়ে ভারতের রাজনৈতিক মহলে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে গতকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর জানান, এরকম কোনও অনুরোধ ভারতের পক্ষ থেকে করা হয়নি। তথ্য সূত্র: এনডিটিভি, আনন্দবাজার।