গুজবে কান না দিতে সিলেট পুলিশ সুপারের আহবান

 

নিজস্ব প্রতিবেদক :

সাম্প্রতিক সময়ে পদ্মা সেতুতে শিশুর কাটা মাথা ও রক্ত লাগবে এমন গুজবে কান না দেয়ার আহবান জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার। রবিবার (২১ জুলাই) সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় এমন ইস্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা গুজব ছড়িয়ে গণপিটুনিতে হত্যার মাধ্যমে একটি কুচক্রী মহল দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। এমন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা ফৌজদারী অপরাধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ইতিমধ্যে সিলেট জেলার বিভিন্ন এলাকায় যাতে এ ধরণের পরিস্থিতির সৃষ্টি না হয় সেলক্ষ্যে সিলেট জেলা পুলিশের পক্ষ হতে বিভিন্ন প্রচারণামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়াও সিলেট জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে টহল ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। স্কুল-কলেজ ছুটির পর শিক্ষার্থীদের তাদের অভিভাবকের মাধ্যমে প্রতিষ্ঠান ত্যাগের বিষয়টি শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা/কর্মচারী কর্তৃক নিশ্চিত করণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারকরণের লক্ষ্যে ক্যাম্পাস ও তৎসংলগ্ন এলাকায় সিসি টিভি স্থাপন এবং অচল সিসি টিভি মেরামতের উদ্যোগ গ্রহণের জন্যও অনুরোধ করা হয়েছে।

জনগণ যাতে ছেলেধরা গুজবে কান না দেয় সে জন্য সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালাতে সিলেট জেলার সকল থানার অফিসার ইনচার্জকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এছাড়াও মসজিদের ইমাম, এলাকার জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, সুধী সমাজ, কমিউনিটি পুলিশের প্রতিনিধি এবং উঠান বৈঠকে গুজবে সাড়া দিয়ে যাতে জনগণ আইন নিজের হাতে তুলে না নেয় সে বিষয়েও প্রচারণা চালানোর জন্য সকলকে অনুরোধ করা হয়েছে। তথাপি এলাকায় কোন অপরিচিত ব্যক্তির চলাফেরায় সন্দেহের সৃষ্টি হলে স্থানীয় থানা পুলিশের সহায়তা অথবা জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল করে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।