ব্রিটিশ তেল ট্যাংকার আটক: দুঃসাহসিক অভিযানের ভিডিও প্রকাশ

 

অনলাইন ডেস্ক:

মাসখানেক ধরে জাবাল আল-তারিক প্রণালীতে ইরানের একটি তেলের ট্যাংকার আটকে রেখেছে ব্রিটিশ সরকার।

এদিকে হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘনের দায়ে ব্রিটিশ একটি তেলের ট্যাংকার আটক করেছে ইরান।

যে কারণে উভয় দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার ইরান দুটি তেলট্যাংকার জব্দ করেছে বলে দাবি করে ব্রিটেন বলছে, তেহরানকে হয় ওই নৌযান ফেরত দিতে হবে, নতুবা পরিণতি ভোগ করতে হবে।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবর বলছে, ইরান দুটি তেল ট্যাংকার জব্দ করেছে। তার মধ্যে একটি ব্রিটেনের নিবন্ধিত, অন্যটি লাইবেরিয়ার।

তবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলছে, তারা ব্রিটিশ পতাকাবাহী স্টেনা ইমপেরো নামের একটি জাহাজ জব্দ করেছে।

প্রমাণস্বরুপ তারা ব্রিটিশ ওই তেলের ট্যাংকার আটক করার দুঃসাহসিক অভিযানে ভিডিও প্রকাশ করেছে। ইতিমধ্যে দ্য গার্ডিয়ানের ইউটিউব চ্যানেলে ভিডিওটি পোস্ট করা হয়েছে।

আইআরজিসির দুঃসাহসিক সেই অভিযানের ভিডিও দেখুন –