স্যার যেখানেই থাকুন ভাল থাকুন এই কামনা করছি

 

মুজিবুর রহমান ডালিম:

আজ ( ১৪ জুলাই) সকালে আদালতের উদ্দেশ্যে রওয়ানা হয়েছি। এমন সময় খবর পেলাম আমাদের প্রিয় স্যার ( জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ) আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। প্রথমে খবরটি বিশ্বাস হয়নি। তারপরও বিশ্বাস করতে হয়েছে। কারণ কেউ এই পৃথিবীর স্থায়ী বাসিন্দা নন। সবাইকে ছেড়ে যেতে হবে এই পৃথিবী। আমাদের প্রিয় নেতাও চলে গেছেন। মনটা প্রচন্ডভাবে খারাপ হয়ে গেলে। কারণ যখনই স্যারের সাথে দেখা হয়েছে মাথায় হাত বুলিয়ে দোয়া করেছেন। জানতে চেয়েছেন ভাল মন্দ। প্রায়ত এই স্যারের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। দোয়া কামনা করছি সকলের।

গ্রামের কলেজের অধ্যায়নের সময় জাতীয় পার্টির ছাত্র সংগঠন ছাত্র সমাজের রাজনীতির সঙ্গে নিজকে সম্পৃক্ত করি। সেই থেকে আজো জড়িয়ে আছি এই রাজনীতির সঙ্গে। পেশাগতভাবে সাংবাদিক, শিক্ষক হয়েছি। কিন্তু ছাড়তে পারিনি এরশাদের জাতীয় পার্টির রাজনীতি। প্রিয় নেতার আদরের কারণে জাতীয় পার্টির জন্য অনেক ত্যাগও স্বীকার করতে হয়েছে।

বিশেষ করে আমাদের প্রিয় নেতা এরশাদের হাত ধরে সিলেটের উন্নয়ন শুরু হয়েছিল তা নির্ধিদায় বলা যায়। তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন সিলেটের এক জনসভায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেন। শেরপুরে কুশিয়ারা নদীর উপর সেতু, লামাকাজিতে সুরমা নদীর উপর সেতু নির্মাণ করে সিলেট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন আনেন। এছাড়া সিলেটের নানা অবগাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ধরনের উন্নয়ন সাধিত করে তিনি সিলেট অঞ্চলের সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হন। সিলেটের মানুষ প্রতিদান হিসেবে ১৯৯১ সালের নির্বাচনে সিলেটের ১৯ টি আসনের মধ্যে ৭টি আসন উপহার দিয়েছিলেন এরশাদকে। তখন তিনি কারাবন্দী ছিলেন। আমাদের এই প্রিয় নেতা যখনই সিলেট এসেছেন তখনই জনসভায় বলতেন ‘সিলেট আমার দ্বিতীয় জন্মভূমি।’ সিলেটের মানুষও আমাদের প্রিয় স্যারকে আপনজনের মতো কাছে টেনে নিতেন। আমাদের সেই প্রিয় নেতা আজ আমাদের মাঝে নেই।

সর্বশেষ গত সংসদ নির্বাচনের পূর্বমূর্তে ঢাকায় প্রিয় স্যারের সাথে দেখা হয়। কাছে টেনে জিজ্ঞেস করেছিলেন কেমন আছো। মাথায় হাত বুলিয়ে দোয়া করেছিলেন আমার জন্য। সেই স্নেহের পরশ লেগে আছে আজো আমার গায়ে। স্যার চলে গেছেন পরপারে সত্য। তবে এদেশের সাধারণ মানুষের মনে বেঁচে থাকবেন অনাদিকাল পর্যন্ত। স্যার যেখানেই থাকুন ভাল থাকুন এই কামনা করছি। আপনার বিদেহী আত্মার জন্য কামনা করছি শান্তি।

 

লেখক: সম্পাদক, দৈনিক সিলেটের দিনরাত ও সিলবাংলা২৪ডটকম।