কুলাউড়ার লুহাইনি চা বাগানে ধর্মঘটে শ্রমিকরা

 

সংবাদদাতা, কুলাউড়া:

মৌলভীবাজার কুলাউড়ায় লুহাইনি চা বাগানের শ্রমিকরা ১৩ দফা দাবি নিয়ে ধর্মঘট পালন করছেন। শনিবার (৬ জুলাই) সকাল থেকে স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে এ ধর্মঘট শুরু করেছেন চা বাগানের শ্রমিকরা।

এ ব্যাপারে লুহাইনি চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক রবি ভূমিজ বলেন, “আমাদের ১৩ দফা দাবি নিয়ে গতকাল শুক্রবার (৫জুলাই) দুর্গা মণ্ডপে একটি মিটিং আহ্বান করি। এ কারণে আজ আমাদের দুই জনের কাজ বন্ধ করে দেয় বাগান কর্তৃপক্ষ। তার প্রতিবাদে আমরা আজ থেকেই কর্মবিরতি শুরু করে দিয়েছি।”

তিনি আরো বলেন, “আমাদের চা বাগানের বর্তমান সংকট মোকাবিলায় সকল চা বাগানের চা-শ্রমিক ও ছাত্র যুবকদের আহ্বান জানাচ্ছি।”

চা-শ্রমিক নেতা বিশ্বজিৎ কৈরী বলেন, “আজ আমরা আমাদের ১৩ দফা দাবি নিয়ে বাগান মালিকদের কাছে বার বার গিয়ে কোন সুরাহা তো হই নি উপরন্তু আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এই চা-বাগানের বর্তমান অবস্থা খুবই খারাপ। এখানে শ্রমিকদের দাবি পূরণে মালিকপক্ষ কোন উদ্যোগ হাতে না নেয়ায় চা-শ্রমিকরা আন্দোলন-সংগ্রামের পথ বেছে নিয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবো।”