বাংলাদেশের প্রশংসায় বিরাট কোহলি

 

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো ভারত। মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে ২৮ রানে জয় পায় বিরাট কোহলির দল। অবশ্য জয়ের পরও মাশরাফিদের প্রশংসা করেন ভারত অধিনায়ক কোহলি। ম্যাচ শেষে কোহলি বলেন, ‘এবারের বিশ্বকাপে বাংলাদেশ ভাল ক্রিকেট খেলেছে। তারা যেভাবে লড়াই করেছে তার জন্য তারা প্রশংসার দাবি রাখে। ম্যাচের শেষ বল পর্যন্ত লড়াই করেছে তারা। জয়ে জন্য আমাদেরও লড়াই করতে হয়েছে। কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করাতে খুশি।
সেমিফাইনালের আগে আমাদের আরো একটি ম্যাচ রয়েছে। সে ম্যাচেও ভালো খেলতে চাই।

ভারতের ৩১৪ রানের বড় সংগ্রহের কারিগর রোহিত শর্মা। ব্যাট হাতে ক্যারিয়ারে ২৬তম সেঞ্চুরি তুলে নিয়েছে এই ডানহাতি ওপেনার। আর বিশ্বকাপে চতুর্থ সেঞ্চুরি করে রের্কড খাতায় নাম লেখালেন রোহিত। ৯২ বলে ১০৪ রানের ইনিংস খেলেন তিনি। তার দুর্দান্ত ব্যাটিং নিয়ে ভারত অধিনায়ক বলেন, ‘আমি এমন ব্যাটিং দেখে আসছি অনেক বছর ধরে। রোহিত আমার দেখা সেরা ওয়ানডে ক্রিকেটার। যখন ও খেলে তার ব্যাটিং দেখে সবাই খুশি হয়।’

এদিন ভারতে হয়ে বল হাতে দুর্দান্ত ছিলে হার্দিক পান্ডিয়া। ১০ ওভার বোলিং করে ৬০ রান খরচে ৪ উইকেট তুলে নেন এই অলরাউন্ডার। ম্যাচ শেষে পান্ডিয়াকে নিয়ে কোহলি বলেন, ‘আমার অভিজ্ঞতা বলে যে যখনই দল চাপে পরে তখনই হার্দিক দারুণভাবে ম্যাচে ফেরে। ব্যাট হাতে রান করা এবং বল হাতে উইকেট এনে দেয়ার কাজটা বেশ ভালোভাবেই করে সে।’