সিলেট জেলা উশু এসোসিয়েশন ও খেলোয়াড় কল্যাণ সমিতির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

সিলেট জেলা উশু এসোসিয়েশন ও সিলেট জেলা উশু খেলোয়াড় কল্যাণ সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা বলেছেন, উশু বেশ কঠিন হলেও অনেক উপভোগ্য একটি খেলা। উশুতে নিজের আত্মরক্ষার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ রয়েছে। শারীরিক কসরতের এই খেলায় সিলেটের প্রচুর সম্ভাবনা রয়েছে উল্লেখ করে অতিথিরা বলেন, আন্তর্জাতিক উশু কোচ আনোয়ার হোসেনের উদ্যোগে সিলেট জেলাতে উশু নতুন প্রতিভা তৈরীতে বেশ তৎপর। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বেশ কটি পদকও জয় করেছেন সিলেটের উশু খেলোয়াড়রা। পৃষ্ঠপোষকতা আর অনুশীলনের ভালো ব্যবস্থা করতে পারলে উশুতে সিলেট হবে বাংলাদেশের বিস্ময়।

সিলেট জেলা উশু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক উশু কোচ আনোয়ার হোসেন নেতৃত্বে ১৫তম জাতীয় উশু চ্যাম্পিয়নশীপে পদক পাওয়া সাদিয়া আক্তার ইমরানা ও শাপলা আক্তারকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধাণ অতিথি ছিলেন সিলেটের বিশিষ্ট শিল্পপতি এবং জেলা উশু এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুল। সোমবার(১লা মার্চ) সন্ধ্যায় সিলেট জেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স রুমে সিলেট জেলা উশু এসোসিয়েশনের সহ-সভাপতি রাহাত তরফদারের সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও সিলেট জেলা উশু এসোসিয়েশনের সহ-সভাপতি হুমায়ুন আহমদ, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দ্বীপ দাস সুজক, বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি সিলেট শাখার সভাপতি মান্না চৌধুরী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা উশু এসোসিয়েশনের কোষাধ্যক্ষ তানভির চৌধুরী, সহ দপ্তর সম্পাদক মিনহাজ রহমান, সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হাসান রুবেল, সদস্য এম.ডি মাহাবুব আলী, সালমা বেগম, ইফতি সিদ্দিকী, মনজুর আহমদ আরিফ, সায়মন মিয়া, এডভোকেট তানভীর হোসেন খান, ওবায়দুর রহমান ফাহমি, জাকির আহমদ, সিলেট জেলা উশু খেলোয়াড় কল্যাণ সমিতির উপদেষ্টা জি এ চৌধুরী আরমান, সভাপতি মহসিন হাসান, সহ সভাপতি আলফাজ খান রামিম, সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান সায়েম, সাংগঠনিক সম্পাদক রাজন তালুকদার, আমিনুল ইসলাম, শাহান আহমেদ, হাবিবুর রহমান সুমেল,তাহমিনা আক্তার, উশু খেলোয়াড় ইমু আক্তার, মাসুম আহমদ, ফাহিম আহমদ, সাথী আক্তার, তানজিনা, সুমাইয়া আক্তার প্রমুখ।

অতিথিবৃন্দ উশু কোচ আনোয়ার হোসেন এবং খেলোয়াড় সাদিয়া আক্তার ইমরানা ও শাপলা আক্তারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।