ইংল্যান্ডের বিপক্ষে হারের পর যাকে দুষলেন কোহলি

 

অনলাইন ডেস্ক:

গতকাল বার্মিংহামের এজবাস্টনের মাঠে প্রথম হারের মুখ দেখল ভারতীয় দল। গত ছয় ম্যাচে অপ্রতিরোধ্য ছিলেন বিরাট কোহলিরা।

তবুও গতকালের হার মানতে পারছে না ভারতীয় সমর্থকরা। শেষ ৫ ওভারে ভারতীয় ব্যাটসম্যানদের শামুক গতিতে রান নেয়াই এ হারের কারণ বলে দুষছেন ক্রিকেটবিশ্বের অনেকে।

হার্শা ভোগলে, সঞ্জয় মাঞ্জেরেকর, সৌরভ গাঙ্গুলীদের মতো সাবেক ভারতীয় তারকাদের মুখেও একই সুর বেজেছে।

কিন্তু ভারতীয় অধিনায়কের মুখে শোনা গেল ভিন্ন কথা। সরাসরি না বললেও এ হারের জন্য মাঠের আকার ও উইকেটকে দুষলেন বিরাট কোহলি।

রীতিমতো এজবাস্টনের বাউন্ডারির সাইজ নিয়ে প্রশ্ন তুললেন কোহলি। হারের পর বিরাট কোহলি বলেন, ‘বিষয়টি সত্যি অদ্ভূত ও বিস্ময়কর যে, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এমন ছোট বাউন্ডারি মাঠে খেলতে হচ্ছে। এছাড়া উইকেটও একেবারে ফ্ল্যাট।

মাঠ ছোট হওয়ার সঙ্গে হারের কি সম্পর্ক এমন প্রশ্ন আসার আগেই বিরাট কোহলি অভিযোগ করেন, এজবাস্টনের বাউন্ডারির এক প্রান্তের দৈর্ঘ্য কেবল ৫৯ মিটার। আর সেই সুযোগটাই নিয়েছেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। সবচেয়ে ছোট এবং কাছের এই জায়গাটা ব্যবহার করেই ভারতীয় স্পিনারদের তুলোধুনো করেছে তারা।

একই অভিযোগ তো ইয়ন মরগানও করতে পারেন! সে বিষয়ে বিরাট কোহলির বক্তব্য, ছোট বাউন্ডারি নিয়ে ভারতের সবচেয়ে বেশি সমস্যায় ভুগেছে। বিস্ময়করভাবে আমরা দেখলাম, দলের নিয়মিতই দু’জন রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং কুলদিপ যাদবের বলগুলো আছড়ে পড়ছে সেই ছোট বাউন্ডারির জায়গাতেই। এ ধরণের অভিজ্ঞতা এই প্রথম হলো আমাদের।

উল্লেখ্য, গতকালের ম্যাচে ইংলিশ অলরাউন্ডার জনি বেয়ারস্ট। নিজের ইনিংসের ছয় ছক্কার ৫টিই ওই ছোট বাউন্ডারির ওপর দিয়ে হাঁকিয়েছেন তিনি। এসব ছক্কার ৪টি যুজবেন্দ্র চাহাল এবং একটি কুলদিপ যাদবের বলে মেরেছেন।

বেন স্টোকসও সেই ছোট বাউন্ডারির সুবিধা নিয়েছেন। বেয়ারস্টো ও স্টোকসের সেই মারমূখী ব্যাটিং তোপে যুজবেন্দ্র চাহাল ১০ ওভার করে ৮৮ রান দিয়ে কোনো উইকেট পাননি। কুলদিপ যাদব একটি উইকেট পেলেও ১০ ওভারে তিনি দেন ৭২ রান।

মাঠ ও উইকেট নিয়ে কোহলি এমন অভিযোগ করলেও এ বিষয়ে সব কিছুই জেনেই মাঠে নেমেছিলেন বিরাট কোহলিরা। ম্যাচের আগেরদিন ভারতীয় কোচ রবি শাস্ত্রী ও সঞ্জয় মাঞ্জেরেকারসহ ভারতীয় কোচিং স্টাফের একটি দল এজবাস্টনের মাঠ এবং উইকেট পরিদর্শন করেন।

প্রসঙ্গত গতকাল এজবাস্টনে টস জিতে প্রথমে ব্যাট করে ভারতের বোলারদের দুর্বল বোলিংয়ের বিপরীতে ৩৩৭/৭ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। ১০৯ বলে ১০ চার ও ৬ ছক্কায় ১১১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন জনি বেয়ারস্টো। ৫৪ বলে ৬ চার ও ৩ ছক্কায় ঝড়ো ৭৯ রান করেন বেন স্টোকস। এ ছাড়া ৫৭ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৬ রানের টর্নেডো ইনিংস উপহার দেন জেসন রয়।