জিন্দাবাজার পুরানলেনে জলাবদ্ধতা: বিপর্যস্ত জনজীবন

 

ডেস্ক রিপোর্ট:

সামান্য বৃষ্টিপাত হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় সিলেট নগরীর ১৫নং ওয়ার্ডের জিন্দাবাজারস্থ সোনালী ব্যাংকের উত্তর পাশে পুরানলেনের গলিতে। আর একদিনের একটু বেশী বৃষ্টিতে যেন পুরো প্লাবিত হয়ে গেলো এলাকাটি। কোনো কোনো ঘরে হাটু পানি পর্যন্ত হয়ে গেছে। এতে রাস্তা সহ পাশের বাসাবাড়িতে পানি ঢুকে অসহনীয় অবস্থার সৃষ্টি হওয়ায় জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে। এই পানিতে একদিকে যেমন প্রয়োজনীয় আসবাবপত্র বিনষ্ট হচ্ছে অপর দিকে ড্রেনের ময়লা পানির কারণে পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার আশংকা করছেন এলাকাবাসী।

এলাকাবাসীর অভিযোগ, মহানগর এলাকায় জনসাধারণের সুবিধার্থে বক্স ড্রেন নির্মাণ করা হলেও দূর্ভোগ আগের চেয়ে আরো ভয়াবহ আকার ধারণ করেছে। তিন তারা বিপনীর নিচে ঘন ঘন পাকা পিলার থাকার ফলে পানি নিস্কাশন না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছে পুরানলেনের সাধারণ মানুষ। অপরিকল্পিতভাবে বক্স কার্লবাট নির্মাণের ফলে ময়লা আবর্জনা জমে পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে বার বার অবহিত করার পরও কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।

একটু বৃষ্টি পাত হলেই পুরানলেন গলির বাসিন্দারা আতঙ্কে থাকেন কখন জানি বাসায় পানি ঢুকে মুল্যবান জিনিসপত্র সব নষ্ট হয়ে যায়। আর বুধবার দিনভর বৃষ্টিতে তেমন ঘটনার জন্ম হয়েছে। বাসা বাড়ীতে পানি ঢুকে মানুষের প্রয়োজনীয় আসবাবপত্র বিনষ্ট হওয়ার মতো ঘটনা ঘটেছে। এলাকার এমন সমস্যা থেকে স্থায়ীভাবে পরিত্রাণ পেতে সিলেট সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্টদের আশু হস্থক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।