২৮ দিন পর ছেলেসহ কারামুক্ত রাগীব আলী

নিজস্ব প্রতিবেদক :

২৮ দিন কারাভোগের পর বুধবার কারামুক্ত হয়েছেন সিলেটের আলোচিত শিল্পপতি রাগিব আলী ও তার ছেলে আব্দুল হাই। হাইকোর্ট থেকে ৬ মাসের জামিন লাভের পর বুধবার বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি লাভ করেন।

সোমবার রিভিশন পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি শওকত হোসেইনের একক বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন।

রাগীব আলীর আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম কাফি জানান, রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাই ৬ মাসের জামিন পেয়েছেন। তারাপুর চা বাগান সংক্রান্ত একটি মামলায় তারা কারাগারে ছিলেন। দ্বিতীয় দফায় গত ১২ সেপ্টেম্বর তাদেরকে কারাগারে প্রেরণ করেন আদালত।