সিলেটে তোপের মুখে খালেদ-ঝিনু

ডেস্ক রিপোর্ট:

সিলেটে তোপের মুখে জাতীয় পার্টিতে সদ্য যোগদানকারী সাইফুদ্দিন খালেদ ও তানজিনা মুমিন আহমদ ঝিনু। বুধবার তাকে নিয়ে স্বেচ্ছাসেবকপার্টি প্রথম অনুষ্ঠান করতে গেলে এ সময় ঝিনু তোপের মুখে পড়েন। মহিলাপার্টির অন্যান্য নেত্রীরা তাকে বহিরাগত দাবি করে অনুষ্ঠানস্থল ত্যাগ করে চলে আসেন। ফলে স্বেচ্ছাসেবকপার্টির অনুষ্ঠানটি তড়িঘড়ি করে শেষ করেন আয়োজকরা।

জাতীয়পার্টিতে এক বছর আগে যোগদানকারী নেতা সাইফুদ্দিন খালেদের হাত ধরে জাতীয় পার্টিতে যোগদান করেন সিলেটের বিতর্কিত মহিলা তানজিনা মুমিন আহমদ ঝিনু। তিনি জাতীয় পার্টিতে যোগদান করলেও সিলেটের নেতাকর্মীরা সে বিষয়টি জানতেন না। বুধবার সিলেট জেলা স্বেচ্ছাসেবকপার্টি নগরীর লালদিঘীরপাড়ে যোগদান অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় সাইফুদ্দিন খালেদকে। অনুষ্ঠানে মঞ্চে বসা ছিলেন তানজিনা মুমিন ঝিনু।

এক পর্যায়ে ঝিনুকে বক্তব্য দিতে বলা হলে ক্ষেপে উঠেন সিলেটের মহিলা পার্টির স্থানীয় নেত্রীরা। এ সময় জেলা মহিলা পার্টির নেত্রী রাবিয়া বেগম ও রোজি বেগম নাহার খালেদ ও ঝিনুকে উদ্দেশ্য করে বলেন- তোমরা হচ্ছ বিএনপির দালাল। ঝিনুকে আমরা চিনি না। ও হচ্ছে সিলেটে বিতর্কিত মহিলা। এ কথা বলার পর অনুষ্ঠানস্থলে হুলস্থুল পড়ে যায়। আয়োজকরা তাদের থামানোর চেষ্টা করলেও রাবিয়া ও রোজির নেতৃত্বাধীন বলয়ের নেত্রীরা অনুষ্ঠান বর্জন করে চলে আসেন। পরে তড়িঘড়ি করে আয়োজকরা তাদের অনুষ্ঠান সমাপ্ত করে নেন।

অনুষ্টানের পর জেলা জাতীয়পার্টির মহিলা নেত্রী রাবিয়া ও রোজি জানিয়েছেন- কোনো বিতর্কিত মহিলাকে আমরা দলে মানবো না। খালেদের হাত ধরে ঝিনু দলে ঢুকেছে। তাদের দু’জনের সর্ম্পক কী এ নিয়েও প্রশ্ন তোলেন তারা।

সিলেট জেলা মহিলা পার্টির সভানেত্রী নাহিদা আক্তার এ সময় মাইক নিয়ে উত্তেজিত হওয়া মহিলাদের শান্ত করার চেষ্টা করেন। এ সময় তিনি বলেন- বহিরাগত কেউ দলে এলে সেটি আমরা পরে বসে দেখবো। আমিও ঝিনুকে ব্যক্তিগতভাবে চিনি না বলে জানান তিনি। এদিকে- বৃহস্পতিবার রাতে এ ঘটনার পর জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ন সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শাব্বির আহমদের বাসায় এ নিয়ে বৈঠক হয়েছে। এতে জেলা জাতীয় পার্টির নেত্রী নাহিদা সহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।