পূর্বাচলের ছনুপাড়া রাস্তাটি এখন অনিরাপদ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার পূর্বাচল থানার ছনুপাড়া বাইপাস রাস্তাটি প্রাইভেট গাড়ির চালকদের জন্য অনিরাপদ হয়ে উঠেছে। রাতের বেলা এই রাস্তা দিয়ে যেসব যানবাহন চলাচল করে সেসব গাড়ির চালকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করেন পোষাকধারী লোকজন। অনেক সময় পোষাকধারী লোকজন গাড়ির চালকের পকেটে ইয়াবা টেবলেট ঢুকিয়ে দিয়ে আদায় করেন মোটা অঙ্কের টাকা। এ অবস্থায় চালকরা ওই রাস্তা দিয়ে চলাচলে অনিরাপদ ভাবছেন।

সিলেটের দক্ষিণ সুরমার বিরাহীমপুর গ্রামের মাইক্রোবাস চালক রানু মিয়া জানান, গত ১৪ সেপ্টেম্বর কয়েকজন যাত্রীকে রিজার্ভে ঢাকায় নিয়ে যান। ঢাকা থেকে সিলেট ফেরার পথে ২-৩ জন যাত্রী তার মাইক্রোবাসে ছিল। মাইক্রোবাসটি রাত ১২ টার দিকে ছনুপাড়া বাইপাস সড়কে প্রবেশ করে কিছুদূর যাওয়ার পর পোষাকধারী লোকজন গাড়িটি আটকে দেয়। চালককে গাড়ি থেকে নামিয়ে পোষাকধারী লোকজনকে বহনকারী অটোরিকশার সাথে হ্যান্ডকাপ দিয়ে বেধে ফেলে। চালকের পকেটে ইয়াবা টেবলেট ঢুকিয়ে দিয়ে টাকা দাবি করে। এ ঘটনা নিয়ে পোষাকধারী লোকজনের সঙ্গে চালক ও যাত্রীদের বাকবিতন্ডা হয়। শেষ মেষ ২০ হাজার টাকা দিয়ে রক্ষা পান ওই চালক।