দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান

ডেস্ক রিপোর্ট:

দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে সিলেট শহরতলির শাহপরানের ইসলামাবাদ গ্রামের হিন্দু স¤প্রদায় সিলেটের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছেন। ৯ সেপ্টেম্বর রোববারে দেওয়া স্মারকলিপিতে হিন্দু স¤প্রদায় তাদের দেবোত্তর সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য এক কতিপয় লোকজনকে অভিযুক্ত করেছেন। অভিযুক্তরা হলেন, রঞ্জন চন্দ্র ঘোষ, রানু চন্দ্র ঘোষ, রিপন চন্দ্র ঘোষ, স্বপন চন্দ্র ঘোষ ও সুমন চন্দ্র ঘোষ।

স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন জয়া নমঃশুদ্র, রিকেশ শর্মা, সুমীল নাট, বাদল সিংহ প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয় সিলেট শহরতলির ইসলামাবাদ গ্রামের মদন মোহন জিউ দেবতা পক্ষের সেবাইত জকীনি মোহন ঘোষ ও সত্যন্দ্র কুমার ধরের নামে সেটেলমেন্ট জরিপে ঐ দোবোত্তর সম্পত্তি রেকর্ড হয়। এ ভূমিতে হিন্দু স¤প্রদায়ের লোকজন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করে থাকেন। কিন্তু এখনও এ ভূমিতে ধর্মীয় অনুষ্ঠান করতে বাধা প্রদান করছে অভিযুক্তরা। চক্রটি তাদের নামে এ সম্পত্তি রেকর্ড করে নিয়েছে এবং এখানে কোনো প্রকার পূর্জা অর্চনা হবে না বলে আমাদের হুমকি প্রদান করে। পূজা অর্চনা করলে আমাদের প্রাণে মারার হুমকি প্রদান করে।

ভূমির পাশ্ববর্তী সর্বানন্দ নমশুদ্র এর কন্যা জয়া নমশুদ্র সিলেটের জোনাল সেটেলমেন্ট অফিসার বরাবরে ৩০ আগস্ট একটি অভিযোগপত্র দাখিল করেছেন। এ অভিযোগের ফলে তার উপরে নেমে আসে পাশবিক নির্যাতনের হুমকি। প্রতিপক্ষ তাকে হত্যার উদ্দেশ্যে নানা ষড়যন্ত্র করে আসছে। আমরা হিন্দু স¤প্রদায়ের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে শাহপারান থানায়। যার নং- ৩২৯, তাং- ০৭-০৯-১৮।

স্মারকলিপিতে ঐ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন হিন্দু স¤প্রদায়ের লোকজন।