শাহপরানের ইসলামাবাদের দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবি

নিজস্ব প্রতিবেদক:

সিলেট শহরতলির ইসলামাবাদ গ্রামের দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবি করেছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন। সিলেটের জোনাল সেলেমেন্ট অফিসার বরাবরে এক আবেদন করেছেন হিন্দু সম্প্রদায়ের পক্ষে জয়া নমশুদ্র।

আবেদনে তিনি বলেছেন, ওই গ্রামের শ্রী শ্রী মদন মোহন জিউ দেবতা পক্ষে সেবাইত জকীনি মোহন ঘোষের নামে ওই সম্পত্তি রেকর্ড ছিল। আবেদনকারীসহ আশপাশের হিন্দু সম্প্রদায় দীর্ঘ দিন ধরে পূজা আর্চনাসহ উপসনা করতেন। একটি অস্থায়ী মন্দিরও ছিল সেখানে।

সম্প্রতি স্থানীয় হিন্দু সম্প্রদায় সেখানে স্থায়ী মন্দির স্থাপন করার সিদ্ধান্ত নেন। কিন্তু রঞ্জন ঘোষসহ কতিপয় লোকজন জানান ওই সম্পত্তি তাদের নামে রেকর্ড হয়েছে এবং তা তাদের ব্যক্তিগত সম্পত্তি বলে দাবি করে।

এ অবস্থায় আবেদনকারীসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন খোঁজ নিয়ে জানতে পারেন রঞ্জন ঘোষসহ কতিপয় লোকজন ওই সম্পত্তি তাদের নামে রেকর্ড করিয়েছেন। এখন তারা ওই সম্পত্তি বিক্রি করার চেষ্টা করছেন।

আবেদনে ওই সম্পত্তি রক্ষার জন্য ব্যক্তি মালিকানার নাম কর্তন করে দেবতার নামে রেকর্ড করার দাবি করা হয়। অন্যথায় স্থানীয় হিন্দু সম্প্রদায় দেবতার সম্পত্তি ও পূজা পার্বন থেকে চিরতরে বঞ্চিত হবেন।