বিয়ানীবাজারে সুরমা নদীতে স্কুলছাত্র নিখোঁজ

বিয়ানীবাজার প্রতিনিধি:

সিলেটের বিয়ানীবাজারে সুরমা নদীতে পা ধুতে গিয়ে পিছলে পড়ে ফাহিম রশিদ জয় (১২) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার আলীনগর করগ্রামে স্থানীয় জেটিঘাট এলাকায় পা পিছলে নদীতে পড়ে গেলে স্রোতের টানে সে ভেসে যায়।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরিদের দিয়ে অনেক খোঁজাখুঁজির পরও এখনো পাওয়া যায়নি স্কুলছাত্র জয়কে। উপজেলার আলীনগর ইউনিয়নের রামধা বাজার করগ্রামে নানা বাড়িতে বেড়াতে এসে বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে জেটিঘাটে পা ধুতে গিয়ে পিছলে নদীতে পড়ে যায় ৫ম শ্রেণির ছাত্র জয়। এ সময় সঙ্গে থাকা দু’জন সঙ্গী তাকে ধরার চেষ্টা করলেও স্রোতের প্রবলতার কারণে নদীতে তলিয়ে যায় সে। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

মৃতদেহের খোঁজ পেতে নিখোঁজ জয়ের পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে সুরমা নদীর পাশে বসবাসকারী সকল নাগরিকদের প্রতি অনুরোধ জানাচ্ছেন। যদি কেউ জয়ের মৃতদেহ নদীর পানিতে ভাসতে দেখেন তাহলে মোবাইল নাম্বারে (মোবাইল নং ০১৭১৫-০৫৮৮০০) যোগাযোগ করার অনুরোধ করেছেন জয়ের স্বজনরা।