কানাইঘাটের পথে পথে জাপা নেতা জাকিরকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক :

বিশিষ্ট শিল্পপতি ও সিলেট-৫ আসনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী এম জাকির হোসেইনকে কানাইঞাটের পথে পথে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকেল তিনটার দিকে এম জাকির হোসেইন বিশাল গাড়ী বহর নিয়ে কানাইঘাটের পথে রওয়ানা হন । পথে বিভিন্ন স্থানে সংবর্ধনা জানানো হয় তাকে।

জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য এম. জাকির হুসেইনকে বড়চতুল ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে প্রথমে । শনিবার বিকারে কানাইঘাট উপজেলায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে বড়চতুল ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সংবর্ধনা দেন।

এসময় জাকির বলেন- আমি আপনাদের এলাকার সন্তান। আমি যখন যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসে জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের সাথে দেখা করতে যাই। তখন তিনি জকিগঞ্জ-কানাইঘাট উপজেলাবাসীকে সালাম জানিয়েছেন। আমি আপনাদের কাছে তাঁর সালাম দিচ্ছি।

সংবর্ধনা প্রদানকালে ইউনিয়ন জাতীয় পার্টি, যুব সংহতি ও ছাত্রসমাজের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।