লালাবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর

নিজস্ব প্রতিবেদক:

ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন আলফু মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী।

শনিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলফু মিয়া সিলেটের বিশ্বনাথ উপজেলার সিরাজপুর গ্রামের মছদ্দর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, মোটরসাইকেলে বিশ্বনাথের দিকে যাচ্ছিলেন ওই আরোহী। ঘটনাস্থলে আসামাত্র সামনে থাকা একটি গাড়িতে অতিক্রম (ওভারটেক) করতে গিয়ে রাস্তায় পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, দুর্ঘটনার পর ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক হয়।