সিলেটে যেসব কলেজ সরকারি হলো

নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের ৫টি কলেজ সরকারি করা হয়েছে। সারা দেশের ২৭১টি কলেজের মধ্যে সিলেট বিভাগের ২৮টি কলেজ রয়েছে। এর মধ্যে সিলেট জেলার ১০টি, হবিগঞ্জের ৫টি ও সুনামগঞ্জের ৮টি কলেজ রয়েছে।

রোববার (১২ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব নাছিমা খানম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ৮ আগস্ট থেকে এ আদেশ কার্যকর করা হয়েছে।

মৌলভীবাজারে সরকারি হওয়া কলেজগুলো হল- কুলাউড়া ডিগ্রি কলেজ, বড়লেখা ডিগ্রি কলেজ, রাজনগর ডিগ্রি কলেজ, কমলগঞ্জ গণমহাবিদ্যালয় ও জুড়ির তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজ।

সিলেটের সরকারি হওয়া কলেজগুলোর মধ্যে রয়েছে- মদন মোহন কলেজ, গোয়াইনঘাট কলেজ, বালাগঞ্জ ডিগ্রি কলেজ, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ, ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ, কানাইঘাট ডিগ্রি কলেজ, বিশ্বনাথ কলেজ, দক্ষিণ সুরমা কলেজ, গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজ ও ইমরান আহমদ মহিলা কলেজ।

হবিগঞ্জের আজমিরীগঞ্জ ডিগ্রি কলেজ, শাহজালাল কলেজ, জনাব আলী ডিগ্রি কলেজ, নবীগঞ্জ কলেজ, আলীম সোবহান চৌধুরী কলেজ।

সুনামগঞ্জের দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজ, ছাতক ডিগ্রি কলেজ, দিরাই ডিগ্রি কলেজ, ধর্মপাশা ডিগ্রি কলেজ, দোয়ারাবাজার ডিগ্রি কলেজ, জগন্নাথপুর ডিগ্রি কলেজ, শাল্লা ডিগ্রি কলেজ ও জামালগঞ্জ ডিগ্রি কলেজ।