আবারও সিলেটের মেয়র আরিফ

নিজস্ব প্রতিবেদক:

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে ৬ হাজার ১ শত ৯৬ ভোটে হারিয়ে আবারও সিলেটের নগর পিতা হচ্ছেন তিনি।

শনিবার (১১ আগস্ট) সন্ধ্যায় সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিসিক নির্বাচনের রিটার্নিং অফিসার আলীমুজ্জামান স্থগিত হওয়া দুটি কেন্দ্রের ভোট গণনা শেষে আরিফুল হককে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করেন।

এর আগে স্থগিত হওয়া ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বোরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শনিবার শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়।

পুনঃভোটে গাজী বোরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ছিলেন ২ হাজার ২ শত ২১ জন।

এর মধ্যে আজ ভোট পড়েছে ১ হাজার ৩ শত ১২টি। তার মধ্যে ধানের শীষে আরিফুল হক পেয়েছেন ১ হাজার ৪৯টি ভোট, নৌকা প্রতীকে কামরান পেয়েছেন ১ শত ৭৩টি ভোট।

এদিকে স্থগিত আরেক কেন্দ্র হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ছিলো ২ হাজার ৫শত ৬৬টি। যার মধ্যে আজ ভোট জমা পড়ে ১ হাজার ৫ শত ১টি। এতে ধানের শীষে আরিফুল হক পেয়েছেন ১ হাজার ৫৩টি ভোট, নৌকা প্রতীকে কামরান পেয়েছেন ৩ শত ৫৪টি ভোট।

মোট ১৩৪টি কেন্দ্রের মধ্যে এই দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছিল নির্বাচন কমিশন।