বিয়ানীবাজারে ঝুলন্ত লাশ উদ্ধার

বিয়ানীবাজার প্রতিনিধি:

বিয়ানীবাজার থানা পুলিশ এক ব্যক্তির ঝুলন্ত লাশ মরদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার তিলপাড়া ইউনিয়নের নালগ্রামের একটি বাড়ি থেকে আজিজুর রহমান (৩০) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। কানাইঘাট উপজেলার নরসিংপুর গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে। তিনি প্রায় ৮-৯ বছর থেকে তিনি স্ত্রীসহ নালগ্রামের যুক্তরাজ্য প্রবাসী কনাই মিয়ার বাড়িতে বসবাস করেন। ঘটনার পর থেকে কনাই মিয়া পলাতক রয়েছেন বলে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, বুধবার রাতে নিঃসন্তান আজিজুর রহমান তার স্ত্রীকে মামা শশুড়ের বাড়িতে রেখে আসেন। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে তার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

বিয়ানীবাজার থানার এসআই তপন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।