চার দফা দাবীতে শাবির পদার্থ বিভাগের শিক্ষার্থীদের ক্লাস বর্জন

শাবি প্রতিনিধি :

রাজধানীতে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে এবং তাদের কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে চার দফা দাবি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

তবে শিক্ষার্থীরা ঘোষণা দিলেও বিভাগে সব ধরনের ক্লাস পরীক্ষা চলবে বলে জানিয়েছেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শামসুন্নাহার বেগম।

মঙ্গলবার উক্ত কর্মসূচির সমর্থনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-এ এর বিভিন্ন স্থানে চার দফা দাবি সংবলিত পোস্টার সাটিয়ে দেন ঐ বিভাগের শিক্ষার্থীরা। এছাড়া দিনব্যাপী বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীরা পূর্ব নির্ধারিত কোন ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করেনি। চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে বিভাগের একাধিক শিক্ষার্থী জানান।

চার দফা দাবিগুলোর মধ্যে রয়েছে- সরকারী মদদে হামলা, হয়রানি ও গ্রেফতার বন্ধ করতে হবে, হামলাকারীদের বিচার করতে হবে, চলমান আন্দোলনে গ্রেফতারকৃতদের নি:শর্ত মুক্তি এবং বাকস্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করতে হবে।