হবিগঞ্জে পরিত্যক্ত কুপ থেকে ফের গ্যাস উত্তোলন শুরু

হবিগঞ্জ প্রতিনিধি :

প্রায় ৬ বছর বন্ধ থাকার পর ফের উৎপাদনে ফিরেছে হবিগঞ্জ গ্যাস ফিল্ডের এক নম্বর কুপ। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেডের নিয়ন্ত্রনাধিন হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ১নং কুপ থেকে এখন পরীক্ষামুলকভাবে দৈনিক ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী সুত্র জানায়, ২০১২ সালে এক নম্বর কুপটি বন্ধ হয়ে গিয়েছিল। বন্ধ থাকার ৬ বছর পর সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী গত ৭ মে থেকে ওয়ার্কওর্ডার শুরু করা হয়। প্রায় ৩ মাস ওয়ার্কওডার শেষে ৬ আগস্ট রাত থেকে প্রায় তিন হাজার ফিট নিচ থেকে পরীক্ষামুলক গ্যাস উৎপাদন শুরু হয়েছে।

শাহজিবাজার ১ নং কুপ ওয়ার্কওডার প্রকল্পের পরিচালক মীর মো. আশরাফুল ইসলাম জানান, ৯০ দিন ধরে ৬ জন কর্মকর্তার নেতৃত্বে কাজ চলার পর গ্যাসের সন্ধান পাওয়া যায়। পরে কূপটিতে ব্যবহৃত পুরাতন সব জিনিসপত্র ফেলে নতুন করে যন্ত্রপাতি স্থাপন করা হয়। বর্তমানে প্রতিদিন ১৬ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। তবে এর পরিমাণ আরও বাড়তে পারে বলে জানান তিনি।