সিলেটের কদমতলীর মুক্তিযোদ্ধা চত্বরে শ্রমিকদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক :

সিলেটের কদমতলীর মুক্তিযোদ্ধা চত্বরে অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা। নতুন সড়ক পরিবহন আইনের প্রতিবাদেই তারা এ অবরোধ করে বলে জানা গেছে।

সোমবার রাত আটটার দিকে হঠাৎ করেই তারা বিভিন্ন ধরণের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে করে চারদিকে চলাচলরত যানবাহনের জট লেগে যায়। এছাড়াও চরম ভোগান্তিতে পড়েন দূরপথের যাত্রীরা। প্রায় আধ ঘন্টা রাস্তায় যান চলাচল স্থবির হয়ে পড়ে।

পরে পুলিশ ও শ্রমিক নেতাদের মধ্যস্থতায় প্রতিবাদ কর্মসূচি থেকে সরে আসেন অবরোধকারীরা।

দক্ষিণ সুরমা থানার ওসি বলেন, আজ সোমবার মন্ত্রীসভায় উপস্থাপিত নতুন সড়ক পরিবহন আইনের প্রতিবাদেই তারা সড়ক অবরোধ করেছিলেন। পরে শ্রমিক নেতাদের মধ্যস্থতায় বিষয়টি বুঝানো হলে অবরোধ শেষ হয় বলে উল্লেখ করেন তিনি।

শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে পরিবহন মালিক-শ্রমিকদের ‌‘অঘোষিত ধর্মঘটের’ কারণে বেশ ক’দিনের অচলাবস্থার পর আজ সোমবার (৬ আগস্ট) সকাল থেকে সবধরণের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।