ওসমানীনগরে গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

ওসমানীনগর প্রতিনিধি :

ওসমানীনগরে গাছ কাটতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে চাঁদপুর জেলার মতলব উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামের কামাল মিয়ার পুত্র তাজুল ইসলাম (৪৩)। গতকাল বিকালে উপজেলার উসমানপুর ইউনিয়নের রাউৎখাই গ্রামের খালিছ মিয়ার বাড়িতে গাছ কাটতে গিয়ে কর্তনকৃত গাছ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা যায়, ওসমানীনগরের থৈগাঁও গ্রামে বসবাস করে দিনমজুর হিসাবে গাছ কাটার কাজ করে আসছিল নিহত তাজুল ইসলাম। উপজেলার রাউৎখাই গ্রামের খালিছ মিয়ার বাড়িতে ৮ হাজার টাকার চুক্তিতে ছোট বড় কয়েকটি গাছ কর্তনের কাজ রাখেন। সোমবার ওই গাছগুলো কাটার সময় গাছ থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলে তিনি আহত হন।

তাকে বাড়ির লোকজনসহ স্থানীয়রা চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।