রাজধানীর সড়কে নেই গণপরিবহন

admin
প্রকাশিত আগস্ট ৩, ২০১৮
রাজধানীর সড়কে নেই গণপরিবহন

অনলাইন ডেস্ক:

দেশে চলমান আন্দোলনের জের ধরে শুক্রবার ছুটির দিনও রাজধানীর পথে নেই গণপরিবহন। অথচ সড়কে আজ শিক্ষার্থীদের দেখা যায়নি। রিকশা-অটোরিকশায় দ্বিগুণ তিনগুণ ভাড়া গুণেই যাত্রীদের পৌঁছাতে হচ্ছে গন্তব্যে। এ বিষয়ে জানতে চাইলে মালিক ও শ্রমিকদের বক্তব্য, সড়কে ভাঙচুরের কারণে তারা যানবাহন বের করছেন না।

সকাল থেকে মোহাম্মদপুর, ফার্মগেট, শাহবাগ ও মতিঝিল এলাকায় কোনো বাস দেখা যায়নি। তবে মোড়ে মোড়ে অপেক্ষমাণ যাত্রীদের জমায়েত লক্ষ্য করা গেছে। শিক্ষার্থীরা না থাকার পরও কেন যানবাহন নেই তার কারণ জানার চেষ্টা করছে তারা।

এদিকে ঢাকা থেকে কোনো দূরপাল্লার বাসও দেশের বিভিন্নপ্রান্তে ছেড়ে যাচ্ছে না। সেখানেও একই কারণ দেখাচ্ছেন এসব পরিবহনের মালিকপক্ষ। আবার দেশের বড় বড় বেশ কয়েকটি জেলা থেকেও গাড়ি আসছে না ঢাকায়।