সিলেট থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

গাড়ি ভাঙচুরের ঘটনায় নিরাপত্তার কারণ দেখিয়ে সিলেট থেকে দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (৩ আগস্ট) থেকে পূর্ব ঘোষণা ছাড়াই এ বাস চলাচল বন্ধ করে দেন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

যাত্রীরা জানান, বৃহস্পতিবার বিকাল থেকেই কমতে থাকে বিভিন্ন রুটে ছেড়ে যাওয়া বাসের সংখ্যা। সকালে কোনো ধরণের ঘোষণা ছাড়া পুরোপুরি বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। ফলে বাস টার্মিনালে এসে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বাস চলাচল বন্ধের কারণ জানতে চাইলে সিলেট বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের কোষাধ্যক্ষ আব্দুল হক মানিক বলেন, রাস্তায় বের হলেই শিক্ষার্থীরা ইচ্ছা মতো বাস ভাঙচুর করছে। এতে মালিকরা লাখ লাখ টাকা ক্ষতির মুখে পড়ছেন। তাই নিরাপত্তার অভাবে শুক্রবার ঢাকামুখী বাস চলাচল বন্ধ রাখা হয়। পাশাপাশি সিলেট আঞ্চলিক সড়কেও সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরো জানান, কেন্দ্র থেকে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত তাদের এ বাস চলাচল বন্ধ থাকবে।

এদিকে শ্রমিকরা দাবি করছেন, বাস চালকদের মৃত্যুদন্ডের বিধান রেখে সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের উদ্যােগর প্রতিবাদে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তাদের দাবি, রাস্তায় চলাচলের সময় দুর্ঘটনা ঘটতেই পারে। চালকরা এজন্য দায়ী নয়।

সড়কে নিরাপত্তা না থাকার অজুহাতে সিলেটের মতো দেশের আরও বেশ কয়েকটি জেলায় বাস চলাচল বন্ধ রেখেছে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।