ইভিএমের দুই কেন্দ্রে আরিফ জয়ী

নিজস্ব প্রতিবেদক :

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে নগরীর ৪নং ওয়ার্ডের আম্বরখানা গার্লস হাইস্কুল এন্ড কলেজের দুটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হচ্ছে। তন্মধ্যে একটি পুরুষ কেন্দ্র, অপরটি মহিলা কেন্দ্র। এ দুই কেন্দ্রে বিজয়ী হয়েছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান।

পুরুষ কেন্দ্রে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তার প্রাপ্ত ভোট ৭৫১। দ্বিতীয় স্থানে আছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। নৌকা প্রতীকে তার প্রাপ্ত ভোট ৩৫১।

এছাড়া মহিলা কেন্দ্রে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৭ ভোট। দ্বিতীয় স্থানে থাকা আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান নৌকা প্রতীকে পেয়েছেন ২১৫ ভোট।

এ দুই কেন্দ্রের ফলাফলে আরিফের প্রাপ্ত ভোট ১২৬৮, অন্যদিকে কামরানের প্রাপ্ত ভোট ৫৬৬।