বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সিলেটে ভোট গ্রহণ শেষ

নিজস্ব প্রতিবেদক :

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলেছে।

সিসিকের ১৩৪টি কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রমে বিক্ষিপ্ত সংঘাত, অনিয়মের খবর পাওয়া গেছে।

নগরীর ৫নং ওয়ার্ডের খাসদবির সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল কাউন্সিলর প্রার্থী রিমাদ আহমদ রুবেলের সমর্থকরা দখল করে নেয়। বেশ কিছু সময় পর ওই কেন্দ্রে পুনরায় ভোট শুরু হয়।

নগরীর ঝর্নারপাড়স্থ কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র, নগরীর ২১নং ওয়ার্ডে শিবগঞ্জস্থ সৈয়দ হাতিম আলী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, নগরীর পাঠানটুলাস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্র, রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ২০নং ওয়ার্ডে টিলাগড়স্থ এমসি কলেজ কেন্দ্রে গোলযোগের খবর পাওয়া গেছে।

নগরীর কুমারপাড়ায় দুই পক্ষের সংঘর্ষ চলাচালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান আহত হন। ২৬নং ওয়ার্ডে দক্ষিণ সুরমার রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি বুথের দরজা বন্ধ করে জাল ভোট দেয়ার ঘটনা ঘটেছে। পরে ওই বুথ থেকে তিন যুবককে করে পুলিশে দেয়া হয়।

নগরীর ১৯নং ওয়ার্ডে পূর্ব মিরাবাজারে বখতিয়ার বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছুড়ে। এতে দুজন গুলিবিদ্ধ হন। তাদের অবস্থা আশঙ্কাজনক।