ঝালোপাড়ায় মা ও মেয়ের গলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের দক্ষিণ সুরমায় মা-মেয়ের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ জুলাই) সকাল ১০টায় দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকার ডি ব্লকের একটি বাসার তালা ভেঙে এ লাশ দু’টি উদ্ধার করা হয় বলে জানান মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার আব্দুল ওয়াহাব।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩০ জুলাই) সকালে নগরীর ঝালোপাড়ার ডি ব্লকের মোস্তফা মিয়ার বাসা থেকে দুর্গন্ধ ছড়ালে পুলিশকে খবর দেন এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাথরুমের ভেতরে মা-মেয়ের মরদেহ দেখতে পায়। পরে লাশ দু’টি উদ্ধার করে পুলিশ।

এব্যাপারে মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল সিলেটটুডে টোয়েন্টিফরকে জানান, দক্ষিণ সুরমার ঝালোপাড়া থেকে লাশ উদ্ধার করা হয়েছে বলে আমি শুনেছি। ঘটনাস্থলে আমাদের পুলিশ অবস্থান করছে।

তবে তিনি সিলেট সিটি করপোরেশন নির্বাচনের দায়িত্বে থাকার কারণে তাৎক্ষনিক ভাবে বিস্তারিত কোন তথ্য জানাতে পারেননি।