ভোটারদের দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিবেদক:

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে চলা এ ভোট গ্রহণে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এর মধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

সরেজমিনে নগরীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটাররা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছেন। অপেক্ষায় আছেন ভোট প্রদানের। নিজের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে অধিকাংশ কেন্দ্রেই নারীদের সারি ছিল দীর্ঘ। সে তুলনায় পুরুষ ভোটারের উপস্থিতি ছিল তুলনামূলক কম।

প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনের ৯টি সংরক্ষিত নারী ও ২৭টি সাধারণ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে ১ লাখ ৭১ হাজার ৪ শত ৪৪ জন পুরুষ এবং ১ লাখ ৫০ হাজার ২ শত ৮৮ জন নারী ভোটার।

এদিকে নগরীর ৪নং ওয়ার্ডের আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের দুই বুথে সোমবার ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। এই দুটি বুথে পুরুষ ভোটার ২ হাজার ৫ শত ৫৬ জন ও নারী ভোটার ১ হাজার ৯ শত ৫৭ জন।

এবারের সিসিক নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ১৩৪টি। প্রিসাইডিং অফিসার ১৩৪ জন, সহকারী প্রিসাইডিং অফিসার ৯২৬ জন ও পোলিং অফিসার ১৮৫২ জন রয়েছেন।