রায়নগরে ভোট দিলেন আরিফুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক :

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নিজের ভোট প্রদান করেছেন আরিফুল হক চৌধুরী।

সোমবার সকাল ৮টা ৫ মিনিটে তার নিজের কেন্দ্র ১৮নং ওয়ার্ডের রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

ভোট দিয়ে বেরিয়ে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের এই প্রার্থী সাংবাদিকদের সাথে কথা বলেন।

এ সময় তিনি বলেন, ১৭নং ওয়ার্ডের কাজী জালাল উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২০নং ওয়ার্ডের এমসি কলেজ কেন্দ্রে গত রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ব্যালটে সিল মারা হয়েছে।

অবশ্য সুষ্ঠভাবে ভোটগ্রহন হলে আবারও বিশাল ব্যবধানে ধানের শীষের বিজয় হবে বলেও দাবি করেছেন আরিফুল হক চৌধুরী।