নগরী থেকে সাবেক ছাত্রদল নেতা সাঈদসহ আটক দুই

নিজস্ব প্রতিবেদক:

সিলেট জেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি এডভোকেট সাঈদ আহমদ এবং আরিফুল হক চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল রাজ্জাকের ছেলে রুহেল রাজ্জাককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ জুলাই) ভোর রাতে সাঈদ আহমদের উপশহরস্থ বাসা থেকে শাহপরান থানা পুলিশ এবং রুহেল রাজ্জাককে রায়নগর থেকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।

রাতেই সাঈদ আহমদের ফেসবুক একাউন্ট থেকে তার স্ত্রীর দেওয়া একটি স্ট্যাটাসে আটকের বিষয়টি তুলে ধরে। তিনি লিখেন, ‘আমি মিসেস সাঈদ, এই মাত্র পুলিশ এসে আমার স্বামীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে।’

এ বিষয়ে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, সোমবার রাত ৩টার দিকে নির্দিষ্ট এসল্ট মামলায় পুলিশ সাঈদ আহমদকে আটক করে। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

রুহেল রাজ্জাককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন।