কানাইঘাটে আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করলেন এমপি সেলিম

কানাইঘাট প্রতিনিধি:

কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে ১ টি বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তি স্থাপন ও ৪ টি প্রাইমারি স্কুলের পাকা বাউন্ডারী ওয়াল ও মেইন গেইট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার দিনব্যাপী বিরোধী দলীয় হুইপ সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন এসব উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন।

সেলিম উদ্দিন এমপি সকাল সাড়ে ১১টায় প্রথমে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপিতে অবস্থিত এলজিডির অর্থায়নে নির্মাণাধীন বড়বন্দ, গোরকপুর, কালীনগর, খম্পুরবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় গুলোর বাউন্ডারী ওয়াল ও দৃষ্টি নন্দন মেইন গেইট নির্মান কাজের শুব উদ্বোধন করেন।

বিকেল ২টায় তিনি ত্রান দূর্যোগ মন্ত্রণালয় কর্তৃক সুরইঘাট উচ্চ বিদ্যালয়ের বন্যা আশ্রয় কেন্দ্র নির্মান কাজের ভিত্তি প্রস্থর করেন। পৃথক এসব উন্নয়ন মূলক কর্মকান্ডের সূচনা লগ্নে সেলিম উদ্দিন এমপি তার বক্তব্যে বলেন, বিগত ২০ বছরে কানাইঘাট-জকিগঞ্জে যে উন্নয়ন হয়নি তা গত সাড়ে ৪ বছরে এর বেশি উন্নয়ন হয়েছে। শিক্ষার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে করে সুন্দর পরিবেশে বিদ্যালয়ে এসে পাঠদান করতে পারেন এজন্য কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের উন্নয়ন মূলক কাজ চলছে।

পৃথক এসব অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিলেট জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি বাহার খন্দকার, উপজেলা জাপার সভাপতি এ্যাডঃ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক বাবুল আহমদ, সিলেট মহানগর যুব সংহতির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, লক্ষীপ্রসাদ প্রশ্চিম ইউপি জাপার সভাপতি নজির আহমদ, সাধারণ সম্পাদক রফিক আহমদ, সুরইঘাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নজির আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, শিক্ষানুরাগী হাজী ফরিদ আহমদ, বড়বন্দ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাব উদ্দিন, কালিনগর প্র্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলেমান আহমদ, গোরকপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলাল আহমদ, খম্পুরবাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, সমাজসেবী নুরুল আম্বিয়া, বোরহান উদ্দিন মোহরী জাতীয় ছাত্র সমাজের উপজেলা শাখার সভাপতি আজাদ স্বাধীন, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল ইসলাম প্রমুখ।