সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী শ্যামলী সরকারের গণসংযোগ

ডেস্ক রিপোর্ট :

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৩ নং সংরক্ষিত আসনের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শ্যামলী সরকার ২১ জুলাই শনিবার সারাদিন ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন। তিনি বিভিন্ন বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যপক গণসংযোগ করেন। তিনি ওয়ার্ডগুলির সম্মানিত নাগরিকবৃন্দের কাছে মোবাইল ফোন প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এসময় তিনি বলেন- ৩০ জুলাই সোমবার সবার ভোটে নির্বাচিত হলে ওয়ার্ডগুলির উন্নয়ন-অগ্রগতির জন্য সকল রকম প্রচেষ্ঠা চালাবো। গণসংযোগকালে উপস্থিত ছিলেন- মো.আব্দুল হক, কাজী মিয়া, আব্দাল উদ্দিন, সাংবাদিক সজল ঘোষ, বাপন সাহা, রাশেদ আহমদ. সুজিত রায়, জয়দ্বীপ ঘোষ, জামিল উদ্দিন ও ময়না মিয়া প্রমুখ।