কাউন্সিলর প্রার্থী আছমা বেগমের গণসংযোগ

ডেস্ক রিপোর্ট :

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদপ্রার্থী, সাবেক কাউন্সিলর আছমা বেগম বই মার্কায় ভোট চেয়ে ওয়ার্ডে বিভিন্ন স্থানে মতবিনিময় ও গণসংযোগ অব্যাহত। গত ২০ জুলাই শুক্রবার দিনব্যাপী নির্বাচনী ওয়ার্ডের নগরীর গোটাটিকর, পৈত্যপাড়া, বান্দরঘাট, ষাটঘর এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগকালে কাউন্সিলর পদপ্রার্থী আছমা বেগম এর উপস্থিত ছিলেন রিয়াজ উদ্দিন, আব্দুল মতিন, আব্দুল মান্নান, শামসুল ইসলাম, আব্দুল করিম, আব্দুল ডালিম, মানিক মিয়া, কবির আহমদ, মঈন উদ্দিন, নজরুল, আব্দুস শহীদ, অপূর্ব, শমসের আহমদ, মুক্তাদির আলম এপলু, বাবর, জুবের আহমদ, রিকন পাল, লাকী বকস, আজিজ মিয়া, লিটন আহমদ, নিজাম উদ্দিন, টুটুল মাহমুদ মান্না, নজরুল, মামুন, জাবেদ, খালেদ, আকবর হোসেন ডালিম, পাবেল, জুম্মান উদ্দিন, আশরাফ, হোসেন, ফখরুল ইসলাম, রবি, জাবির, খালেদ, জুয়েল, বাপ্পি, তুহিন, মাসুম, নিহাদ প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।